মাইক্রোবাসচাপায় চট্টগ্রামে দু’জন নিহত

0 189
মাইক্রোবাসচাপায় চট্টগ্রামে দু’জন নিহত

চট্টগ্রামের উপজেলা সাতকানিয়ায় মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী দু’যুবক নিহত। ২০ মার্চ (শনিবার) সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার ছদাহা রাজঘাটা এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ঘটে এ দুর্ঘটনা ।

নিহত ব্যক্তি দু’জন হলেন লোহাগাড়ার সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জংগল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রব জানান, সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার ছদাহা রাজঘাটা এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাইক্রোবাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.