পর্দায় আসছেন অমিতাভ-দীপিকা জুটি

0 304
দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন

ঋষি কাপুরের জুতোয় পা গলাচ্ছেন অমিতাভ বচ্চন। সেই সূত্রেই ফের পর্দা ভাগ করতে চলেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। কী ভাবে? সূত্রের খবর,

হলিউডের ব্লকবাস্টার ‘ইনটার্ন’-এর হিন্দি রিমেকে অভিনয় করছেন অমিতাভ। এই চরিত্রে আগে বাছা হয়েছিল ঋষি কাপুরকে। ঋষি কাপুরের আকস্মিক মৃত্যুতে সাময়িকভাবে থমকে গিয়েছিল সেই কাজ। বিগ বি রাজি হওয়ায় নতুন উদ্যমে ফের এগোচ্ছে ছবির তৈরির পরিকল্পনা।

২০১৫ সালে অমিতাভ-দীপিকার প্রথম এক সঙ্গে অভিনয় সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে। বাবা-মেয়ের চরিত্রে ২ তারকার অভিনয় সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। সেই জুটি আবার ফিরছে শুনেই খুশি টিনসেল টাউন।

বলিউড সংবাদমাধ্যমে প্রকাশ, হলিউডি ছবিতে এই ২ চরিত্রে অভিনয় করেছিলেন অ্যানি হাথওয়ে ও রবার্ট ডি নিরো। হিন্দি রিমেকের পরিচালনায় ‘বধাই হো’ খ্যাত অমিত শর্মা।

বলিউডে প্রথম সারির আরও পরিচালক থাকতে অমিত কেন? সূত্রের দাবি, বহু পরিচালকের মধ্যে থেকে নাকি বেছে নেওয়া হয়েছে তাকে। কারণ, তার ছবি। অমিত অনায়াসে জটিল সমস্যার সহজ সমাধান দেখিয়েছেন তার ‘বধাই হো’ ছবিতে।

 

Leave A Reply

Your email address will not be published.