ক্রিকেটার সাকিবকে নিয়ে চলচ্চিত্র

0 177

বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে । ইতোমধ্যে কাজও অনেকদূরই এগিয়েছে। কিন্ত করোনায় সেটি আপাতত বন্ধ। বিশ্বের এক নম্বর তারকা সাকিব নিজেই তথ্যগুলো দিয়েছেন ।

২০ মার্চ ক্রিকেটভিত্তিক জনপ্রিয় অনলাইন পোর্টাল ক্রিকফ্রেনজির লাইভ শোতে এসে তথ্যগুলো জানান তিনি।

সাকিব বলেন, ‘কথা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে করোনার কারণে স্থগিত হয়ে গেলেও শিগগিরই এই সিনেমার কাজ শুরু হয়ে যাবে বলেও জানান তিনি,

ক্রিকেটারদের নিয়ে এর আগে ভারতের কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সিনেমায় প্রদর্শিত হয়েছিলেন। তবে এবারই প্রথম ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশি চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে ।

Leave A Reply

Your email address will not be published.