করোনায় আরও ২১৭২ জন শনাক্ত, মৃত্যু ২২

0 167

দেশী ডেস্ক

গত ২৪ ঘণ্টায়  দেশে আরও ২ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.২৯ শতাংশ। এ নিয়ে মোট ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের করোনা হলো।

এছাড়া গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে  আরও ২২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৯০ জনে। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন।

রবিবার বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি নমুনা পরীক্ষায় দেশে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত এক দিনে যে ২২ জনের মৃত্যু হয়েছে তাদের পুরুষ ১৯ জন ও নারী ৩ জন। এদের মধ্যে ১৩ জন ষাটোর্ধ্ব, ৬ জন ৫১ থেকে ৬০ বছর ও তিনজন ৩১ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Leave A Reply

Your email address will not be published.