আজ চসিকের প্যানেল মেয়র নির্বাচন

0 150

আজ সোমবার ২২ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন। সিটি করপোরেশনের কার্যালয়ে আজ এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ১২ জন প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

এর আগে নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ১৮ মার্চ চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ায় স্থগিত করা হয়েছিল প্যানেল মেয়র নির্বাচন। পরে ২২ মার্চ নতুন তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মাদ মোজাম্মেল হক।

চসিক সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন ১২ জন। তার মধ্যে ৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৫ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলররা হলেন জোবাইরা নার্গিস খান, নীলু নাগ, আফরোজা জহুর, লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ফেরদৌস বেগম মুন্নী।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলদের মধ্যে সম্ভাব্য প্রার্থীরা হলেন- ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ১০ নম্বর উত্তর কাট্টলীর কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন। সেই গুঞ্জনের পরে আজ ২২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে প্যানেল মেয়র নির্বাচন।

Leave A Reply

Your email address will not be published.