নতুন করে সাধারণ ছুটির সিদ্ধান্ত এখনো হয়নি
আবারো নতুন করে বাড়ছে করোনার ধকল। দিন দিন বাড়ছে করোনা সনাক্তের হার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়নি। এই নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলে দাবি স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের।
দেশে করোনা সংক্রমণ কিছুটা কমে আসলেও এ মাসের ৬ মার্চ থেকে বাড়তে থাকে সংক্রমণ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সংক্রমণ বেড়ে যাবার জন্য জনগণের অসচেতনতাকে বারবার দায়ী।
তবে, সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে কেন্দ্রীয় ওষধাগারে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব প্রথমে বলেন, সিদ্ধান্ত হয়নি, তবে হতে পারে।