নিয়োগ পক্রিয়ায় পরিবর্তন আসবে পুলিশে-আইজিপি

0 235

দেশ ও দেশের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের অগ্রগতিতে একের পর এক ভূমিকা রেখে যাচ্ছে পুলিশ প্রশাসন। দেশ পরিবর্তনের সাথে সাথে এগিয়ে যেতে হবে পুলিশকে।

আজ সোমবার ২২ মার্চ দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশে অনেক পরিবর্তন এসেছে। আগামীতে আরও পরিবর্তন হবে। জেন্ডার পুলিশিংয়ের ক্ষেত্রে গত ১০/১২ বছরে অনেক পরিবর্তন এসেছে। আগামীতে পুলিশে সিনিয়র অফিসার নিয়োগে পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, পুলিশে নারীর অংশগ্রহণ বাড়াতে আমাদের প্রয়োজন কোয়ালিটি পুলিশিং। আমরা পুলিশের যোগদানের পলিসি পরিবর্তনের চেষ্টা করছি। পলিসি কার্যকর করতে পারলে অনেক পরিবর্তন আসবে। বাংলাদেশ পুলিশ আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিওএন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিডব্লিওএন-এর সভাপতি ডিআইজি আমেনা বেগম।

Leave A Reply

Your email address will not be published.