বিরাট-আনুষ্কার মেয়ের ছবি ভাইরাল

0 198

দেশী ডেস্ক:

গেল রবিবার আহমেদাবাদ থেকে পুণেতে উড়ে গেলেন ভারতীয় ক্রিকেট দল ৷ সঙ্গে ছিলেন তাঁদের স্ত্রী ও সন্তান৷ সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল  আনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকে৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা গেল, ছোট্ট ভামিকাকে কোলে নিয়ে আগে আগে হাঁটছেন  আনুষ্কা ৷ আর অন্যদিকে আনুষ্কার পিছনে লাগেজ সামলাতে ব্যস্ত বিরাট কোহলি৷ এই ছবি ইন্টারনেটে আপলোড হতেই তুমুল ভাইরাল৷ বিরাটের মেয়েকে দেখার জন্য নেটিজেনরা অধীর অপেক্ষায় বসে ছিলেন৷ তবে এবারও দেখা গেল না, ছোট্ট ভামিকার মুখ৷
সদ্য মা-বাবা হয়েছেন বিরুস্কা৷ সাধ করে মেয়ের নাম রাখেন ভামিকা৷ তবে এখনও মেয়ের মুখ সবাইকে দেখানি এই জুটি৷ জন্মানোর পর থেকে ক্যামেরা,ফ্ল্যাশ, স্পটলাইটের বাইরেই নিজের সন্তানকে রেখেছেন দু’জনে৷ মেয়েকে নিয়ে ছবি অবশ্য শেয়ার করেছিলেন, তবে মুখ আড়াল করে৷
এর আগে আন্তর্জাতিক নারী দিবসের দিন বিরাট তাঁর স্ত্রী-কন্যার ছবি শেয়ার করেই নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে ছিলেন বিরাট৷

 

সূত্র- এই সময়

Leave A Reply

Your email address will not be published.