খামেনি পরমাণু চুক্তি নিয়ে হুঁশিয়ারি

0 173
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ছয় বছর আগে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে তেহরানের করা পরমাণু চুক্তি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ছয় বছর আগে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে তেহরানের করা পরমাণু চুক্তি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুললেই পরে ইরান পরমাণু চুক্তিতে ফিরবে।

তিনি বলেছেন, পদক্ষেপটা আগে যুক্তরাষ্ট্রকে নিতে হবে। ট্রাম্পের শাসনামলে ইরানের ওপর ওয়াশিংটন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা প্রত্যাহার করতে হবে আগে। তাহলেই পরমাণু চুক্তিতে ফিরতে পারে ইরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেওয়া ভাষণে খামেনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে একটা বড় অপরাধ করেছিলেন।

তিনি বলেছেন, ‘ট্রাম্প ভুল পথ নিয়েছিলেন। এতে তার দেশেরই বদনাম হয়েছে। ওদের ওপরই এখন সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে। যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন একই পথে চলে, তাহলে তাদের সেই নীতিও ব্যর্থ হবে।’

 

Leave A Reply

Your email address will not be published.