হাইকোর্টে রিট মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাতে

0 144
হাইকোর্টে রিট মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাতে

হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে আগামী ২ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পেছাতে।

ঝালকাঠির নলছিটির নাগরিক তাইমুর খান বাপ্পির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান।

২২মার্চ (সোমবার) এ রিট আবেদনের তথ্য নিশ্চিত করেন আইনজীবী। আইনজীবী জানান, রিট আবেদনকারী নিজেকে দেশের সচেতন নাগরিক হিসেবে রবিবার রিট আবেদনটি দাখিল করা হয়েছে।

আইনজীবী জানান, কভিড-১৯ মহামারির সময়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়নি।

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ঈদের পর। এ অবস্থায় কোন বিবেচনায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো? এটি বৈষম্যমূলক। একারণে রিট আবেদন করা হয়েছে।

রিট আবেদনে স্বাস্থ্য ও শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আগামী ২ এপ্রিল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা।

এই ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্বারকলিপি প্রদান ও বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা পেছানোর কোনো ঘোষণা না আসায় রিট আবেদন করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.