কথাসাহিত্যিক মুহাম্মাদ আসাদুল্লাহ’র নতুন উপন্যাস ‘বিষাদিতা’ একুশে বই মেলায়

0 254

কথাসাহিত্যিক মুহাম্মাদ আসাদুল্লাহ। লেখেন মানুষ ও বিচিত্র জীবনের গল্প। গল্পের পরতে পরতে হারিয়ে যাবেন নিজের অজান্তে। ঠিক এমনই গল্পের প্লট নিয়ে লেখক এবার হাজির হলেন বিষাদিতায়।

“হারিকেনের হলুদাভ আলোয় কাঁসার প্লেটের দিকে তাকিয়ে থাকে হামজা। প্লেটভর্তি আমন ধানের লালচে রঙের ভাত। একপাশে আলু-বেগুন দিয়ে বেলে মাছ চচ্চড়ি। তরকারি থেকে ধোঁয়া উড়ছে। উড়ছে চচ্চড়ির ঘ্রাণ। পাঁঠার তীব্র গন্ধ হাওয়ায় মিলিয়ে গেল যেন নিমিষেই। ভাতের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হামজার মনে হলো এটা ভাতের প্লেট না। রাইয়ান দরজা। যেই দরজা দিয়ে রোজাদাররা বেহেস্তে যাবেন। হামজার মনে হচ্ছে এক্ষুণি সে কানাই দাসকে নিয়ে রাইয়ান দরজায় ঝাঁপ দেবে।”

তারপর কি? নানান কৌতূহল ও গল্পের পট-পরিবর্তন জানা দরকার?                                            তাহলে আজই সংগ্রহ করুন জনপ্রিয় কথাসাহিত্যিক মুহাম্মাদ আসাদুল্লাহ’র উপন্যাস বিষাদিতা।

 

বই- বিষাদিতা

ধরন- উপন্যাস

লেখক- মুহাম্মাদ আসাদুল্লাহ

প্রকাশনী- দাঁড়িকমা

অমর একুশে বই মেলা স্টল নং- ৪৫৭

 

Leave A Reply

Your email address will not be published.