সংক্ষিপ্ত সিলেবাসে আসছে কারিগরি শিক্ষা, কমবে পরীক্ষার সময় ও নম্বর

0 195

করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সিলেবাস কমার পর এবার সংক্ষিপ্ত সিলেবাসে আসছে কারিগরি শিক্ষা, কমবে পরীক্ষার সময় ও নম্বর। পরীক্ষার সময় কমিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধীনে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার উত্তরপত্রের মোট নম্বর কমানো হয়েছে।

সোমবার (২২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব (অডিট ও আইন) মাহমুদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার কারণে ২০২০ সালের ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের নিয়মিত, ৫ম ও ৭ম পর্বের অকৃতকার্য বিষয় এবং ৮ম পর্বের অনিয়মিত পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা জানান, দেশে করোনা মহামারিতে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম ও মান ধরে রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের আইনে কিছুটা সংশোধন করে পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে আনা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু করা হলে নতুন পদ্ধতি বাতিল করা হবে।

Leave A Reply

Your email address will not be published.