ছাত্রলীগ আইনি সহায়তা সেল গঠন করেছে

0 353
ছাত্রলীগ আইনি সহায়তা সেল গঠন করেছে

বাংলাদেশ ছাত্রলীগ আইনি সহায়তা সেল গঠন করেছে। অর্থনৈতিক কারণসহ নানা প্রতিবন্ধকতায় যারা আইনি সেবা থেকে বঞ্চিত, বিনামূল্যে তারাই পাবেন এই সেবা।

সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও অসহায় নিপীড়িত মানুষ যারা আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে আইনগত অধিকার থেকে বঞ্চিত তাদেরকে যৌক্তিক আইনি সহায়তা দেবে এই সেল।

সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাতের নেতৃত্বে সুজন শেখ, বিএম শরিফুল ইসলাম সবুজ, শাহেদ খান, শাহাদাতুল হাসান আল মুরাদ ও আপন দাস এই দায়িত্ব পালন করবেন।

Leave A Reply

Your email address will not be published.