বাংলাদেশ ১-০ গোলে কিরগিজস্তানকে হারালো
বাংলাদেশ নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে।
২৩ মার্চ (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪০তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে লাল-সবুজের জার্সিধারীরা।
শুরুতে সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৪০তম মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে বাংলাদেশ লিড নেয়।
ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।
২৫ মার্চ দ্বিতীয় ও গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে আয়োজক নেপালের বিপক্ষে। ফাইনাল ২৭ মার্চ।