চট্টগ্রামে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় গ্রেফতার ২
নগরীর পতেঙ্গায় মারধর ও ছুরিকাঘাতে পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় তার দুই সহকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে তাকে খুন করে।
২২ মার্চ (সোমবার) রাতে নগরীর চান্দগাঁও এবং পতেঙ্গার খেজুরতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দু’জন হল- মো. এহেছান (২৬) ও বেলাল হোসেন (১৯)।
২১ মার্চ (রবিবার) বিকেলে নগরীর পতেঙ্গা থানার নারকেল তলা এলাকায় র্যাব অফিসের গলিতে মো. শরীফ (২২) নামে এক যুবককে মারধর ও ছুরিকাঘাতে খুন করা হয়।
শরীফের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়। পতেঙ্গা থানার নারকেল তলা এলাকায় একটি ব্যাচেলর বাসায় ভাড়া থাকতেন।