৩৯.৩ ডিগ্রিতে পৌঁছলো দেশের তাপমাত্রা  

0 177

চলতি মৌসুমের মঙ্গলবার (২৩ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে । আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিন । আবহাওয়া আরো জানায়, দেশের ১৩টি অঞ্চল ছাড়া সারাদেশের তাপমাত্রা ৩৬ ও তার উপরে রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.