বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে ভুটান-পররাষ্ট্রমন্ত্রী

0 332
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ফাইল ছবি।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশদিনের আয়োজনের সপ্তম দিন সকালে ঢাকা আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লোটে শেরিং যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি।

বিকেলে লোটে শেরিং বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুদেশই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে চায়।

বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে ভুটান। মঙ্গলাবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশটির প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে অনেক। দেশের অবকাঠামো জগতে উন্নয়ন হয়েছে ব্যাপকভাবে। দেশের উন্নয়ন সহযোগিতায় পাশে আছে বিশ্বের প্রায় বন্ধুরাষ্ট্রগুলো। ভুটানও বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.