প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাক্ষাৎ

0 431
বাংরাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছালে লোটে শেরিংকে স্বাগত জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর গতকাল রাতে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে নৈশভোজের আয়োজনে যোগ দেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই দেশের প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য এবং পদস্থ সরকারি-বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভুটানের প্রধানমন্ত্রী বুধবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সম্মানিত অতিথি হিসেবে ন্যাশনাল প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন।

Leave A Reply

Your email address will not be published.