সাধারণ ছুটি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

0 122
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

ইতেমধ্যে দেশে করোনা পরিস্থিতি আবারো অবনতির দিকে। এই পরিস্থিতিতে দেশে সাধারণ ছুটি নিয়ে চলছে নানান গুঞ্জন।

আজ বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন কোনো সিদ্ধান্ত হলে আমরা জানিয়ে দিবো। স্বাস্থবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি। যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। ওই সব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেয়া হচ্ছে। দেশে করোনা রোগী যে হারে সংক্রমিত হচ্ছে, তা নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের প্রস্তুতির কাজ আরও কঠিন হবে। তাই আমরা জনসাধারণের সমাগমস্থলে কঠোরতা বাড়াবো। প্রয়োজনে বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করবো।

 

Leave A Reply

Your email address will not be published.