৪০তম বিসিএসের ভাইভার নতুন তারিখ ঘোষণা

0 171

নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ জুন ভাইভার নতুন তারিখ নির্ধারণ করেছে তারা।

আজ বুধবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পবিত্র শবে বরাতের পূর্ব ঘোষিত ছুটি ২৯ তারিখের পরিবর্তে ৩০ তারিখ করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবে বরাত উপলক্ষে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনঃনির্ধারণ করা হলো। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ১৫০ জনের ভাইভা শুরু হয়।

Leave A Reply

Your email address will not be published.