অজয় চক্রবর্তী বঙ্গবন্ধুর নামে নতুন রাগ উৎসর্গ করেছেন
ভারতের ধ্রুপদী সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে রাগ ‘মৈত্রী’ নামে একটি নতুন রাগ সৃষ্টি করেছেন।
ভারতের জনগণের পক্ষ থেকে এটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে বলে পণ্ডিত অজয় চক্রবর্তী একটি ভিডিও বার্তায় জানান।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে রাগ ‘মৈত্রী’ শাস্ত্রীয় সংগীতের নিয়ম অনুসারে রচিত। এ রাগে সংস্কৃত, হিন্দি ও বাংলা ভাষায় তিনটি গানও রচনা করা হয়েছে।
সংস্কৃত গানটি রচনা করেছেন ড. অরিন্দম চক্রবর্তী, হিন্দি গানটি রচনা করেছেন ড. সুস্মিতা বসু মজুমদার ও ড. রবি বর্মণ এবং
সংস্কৃত গানটি রচনা করেছেন অজয় চক্রবর্তীর ছাত্র সুরকার শ্রী অনল চ্যাটার্জী। তিনটি গানের সংগীতায়োজন করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
ভিডিও বার্তায় অজয় চক্রবর্তী বলেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘মৈত্রী’ রাগে সংস্কৃত, হিন্দি ও বাংলা ভাষায় রচিত নতুন গান তিনটি তিনি গাইবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।