চাকরিজীবীদের স্বাস্থ্যবিধি মানাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ

0 266

দেশে করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার (২৪ মার্চ) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আবারো দেশে হঠাৎ করে করেনা সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতালসহ সকল সরকারী প্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়, দেশে করোনা আবারো প্রবলভাবে বেড়ে যাচ্ছে। সরকারি সকল দপ্তরে স্বাস্থ্যবিধি মেনেই অফিস করতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহের দিকে যাবে।

Leave A Reply

Your email address will not be published.