জহির রায়হানের ছোটভাইয়ের সহধর্মিনী আর নেই
চলচ্চিত্রকার জহির রায়হান ও শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের ছোট ভাই ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. সাইফ উল্লাহর সহধর্মিনী নুরুন নাহার (৬৮) মারা গেছেন (ইন্না … রাজেউন)।
২৩ মার্চ (মঙ্গলবার) রাতে শ্বাসকষ্টজনিত কারণে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রয়াত নুরুন নাহার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-২) লাবণ্য আহমেদের মামী।
লাবণ্য আহমেদ জানান, মৃত্যুকালে মরহুমা স্বামী, এক মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পুরনো ঢাকার কায়েৎটুলি জামে মসজিদে বাদ এশা মরহুমার প্রথম নামাজের জানাযার পর ফেনীর সোনাগাজী থানার মজুপুর গ্রামের শ্বশুর বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।
মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।