মুজিববর্ষে সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০২০

0 482

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০২০ এর ষষ্ঠ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব গতবারের রানার্স-আপ সাইফ স্পোর্টিং ক্লাবের সাথে ২-২ গেম পয়েন্টে ড্র করেছেন।

গত বুধবার ২৪ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা কক্ষে ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের পক্ষে দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ও কস্তভ চ্যাটার্জী যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার বি, আদিবান ও বেলেরুশের গ্র্যান্ড মাস্টার ভাদিশ্লাভ কোভালেভ যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ মঞ্জুর আলম ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন।

ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলদেশ পুলিশ ৬ খেলায় পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। সাইফ স্পোর্টিং ক্লাব ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিতাস ক্লাব ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ষষ্ঠ রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার সুর্য শেখর গাঙ্গুলী ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে শাহিন চেস ক্লাব ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করেন।

শাহিন চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার অভিমান্যু পৌরনিক বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার রৌনক সাদভানীকে পরাজিত করেন এবং বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব শাহিন চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার এস এল নারায়নানের সাথে ড্র করেন। তিতাস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান তিতাস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার এরিগাইসি অর্জুনের সাথে ড্র করেন।

জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ভারতীয় সংকেত চক্রবর্তী তিতাস ক্লাবের মোঃ মাসুম হোসেনকে পরাজিত করেন। তিতাস ক্লাবের ভারতীয আন্তর্জাতিক মাস্টার ধুলিপালা বালা চন্দ্র প্রসাদ ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম যথাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি’র গোলাম মোস্তফা ভূঁইয়াা ও মিহির লাল দাসকে পরাজিত করেন।

বাংলাদেশ বিমান ৩-১ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ বিমানের ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি, গুকেশ ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের সব্যসাচী মন্ডল ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার শেখর চন্দ্র সাহুকে পরাজিত করেন। সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের মোঃ মতিউর রহমান মামুন ও আন্তর্জাতিক মাস্টার অনুপ দেশমূখ বিমানের ভারতীয় গ্র্যান্ড মাস্টার নীলউৎপল দাস ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানের সাথে ড্র করেন।

লিওনাইন চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবের সাথে ড্র করে। লিওনাইন চেস ক্লাবের কুস্তভ কুন্ডু শেখ রাসেল চেস ক্লাবের সুমিত কুমারকে শেখ রাসেল চেস ক্লাবের কস্তভ কুন্ডু লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওনকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন যথাক্রমে লিওনাইনের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষর আসিফ মাহমুদের সাথে ড্র করেন।

আজ বৃহস্পতিবার ২৫ মার্চ বেলা ৩ টা হতে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে। সপ্তম রাউন্ডে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব বনাম শেখ রাসেল চেস ক্লাব, তিতাস ক্লাব বনাম সাইফ স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বিমান বনাম জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, শাহিন চেস ক্লাব বনাম সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং বাংলাদেশ নৌবাহিনী বনাম বাংলাদেশ পুলিশ। এ রাউন্ডে লিওনাইন চেস ক্লাবের বিরতি-দিন।

Leave A Reply

Your email address will not be published.