করোনা আক্রান্ত ইমরান খানকে প্রধানমন্ত্রীর বার্তা

0 178
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত বৃহস্পতিবার করোনার টিকা নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর দুদিন পরই তার করোনা পজিটিভ আসে।

মূলত, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান টুইট করে ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি বলেন, ইমরান খান নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ জন্য আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে ওনাকে ম্যাসেজ পাঠিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.