নির্ধারিত সময়ে বিপজ্জনক পণ্য না নিলে জরিমানা হবে ৪ গুণ- চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা বিপজ্জনক ও রাসায়নিক পণ্যবাহী কন্টেইনার ও পণ্য বন্দর থেকে খালাস করতে বিলম্ব হচ্ছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর ঝুঁকির মধ্যে পড়ছে। চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিক পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে না সরালে সেগুলোর ওপর চার গুণ জরিমানা আদায় করা হবে।
গত মঙ্গলবার ২৫ মার্চ বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের সহযোগিতায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে বন্দরে থাকা কেমিক্যাল পণ্যবাহী কন্টেইনার ও পণ্য বন্দরের ভেতর থেকে দ্রুত সরিয়ে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বন্দরে পণ্য আসার দিন থেকে চার দিন ফ্রি সময়ের পাওয়া যাবে। এরপর রেগুলেশন্স ফর ওয়ার্কিং অফ চিটাগং পোর্ট (কার্গো অ্যান্ড কন্টেইনার)-২০০১ এর ১৬০ ধারার আলোকে এ সমস্ত কনটেইনার ও পণ্যের বন্দরের গুদামভাড়ার উপর স্ল্যাব নির্বিশেষে চার গুণ বর্ধিত হারে ভাড়া আরোপ করা হবে।