মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ১ লাখ ৪৭ হাজার ৫শ ৩৭ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

0 150
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ১ লাখ ৪৭ হাজার ৫শ ৩৭ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রথম ধাপে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছে এক লাখ ৪৭ হাজার ৫ শ ৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম।

২৫ মার্চ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন।তালিকাটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা রয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এছাড়া বরিশাল বিভাগের ১২ হাজার ৫ শ ৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ হাজার ৫৩ জন, ঢাকা বিভাগের ৩৭ হাজার ৩ শ ৮৭ জন, ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ৫ শ ৮৮ জন,

খুলনা বিভাগের ১৭ হাজার ৬ শ ৩০ জন, রাজশাহী বিভাগের ১৩ হাজার ৮ শ ৮৯ জন, রংপুর বিভাগের ১৫ হাজার ১ শ ৫৮ জন এবং সিলেট বিভাগের ১০ হাজার ২ শ ৬৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল থেকে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তকরণের কাজ করছি।

বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় আজ প্রকাশ করা হলো। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের প্রথম ধাপে স্বীকৃতি দেয়া হলো।’

৩০ এপ্রিলের মধ্যে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানিয়ে মোজাম্মেল বলেন, ‘সবকিছু যাচাই-বাছাই শেষে সবশেষ তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে।

নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কেউ কোনো আবেদন করতে পারবেন না, এখন শুধু আপিল করা হবে এরপর রিভিউ হবে।’

সব মিলিয়ে মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা এক লাখ ৭০ হাজার পার হবে না বলে আশা করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, ‘এটাই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা, আগের তালিকা বাতিল হয়ে যাবে। তালিকা চূড়ান্ত হওয়ার পর তাদের সনদ ও আইডি কার্ড দেয়া হবে।’

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) এক লাখ ৮২ হাজার ৮ শ ৩৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম যুক্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রায় ৩৫ হাজার জনের বেসামরিক গেজেটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন না থাকায় তাদের এই তালিকার বাইরে রাখা হয়েছে।

ইতোমধ্যে এসব গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে আমরা ৪ শ ৩৪ উপজেলার প্রতিবেদন পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই এবং আপিল শুনানি শেষে আগামী ৩০ জুনের মধ্যে যাচাই-বাছাইধীন বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে।’

যেসব বীর মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন তাদের মধ্য থেকে কেউ যাচাই-বাছাইয়ে বাদ পড়লে কী হবে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা প্রতারণা করে সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা নিশ্চিত।

আর যাদের কিছু বেসিক ছিল, জালিয়াতি না করেও মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন সময় বিবেচিত হয়েছিলেন, তাদেরটা অন্য দৃষ্টিতে দেখব।’

মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি ৫০ বছরের মধ্যে ৩০ বছরই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে।

রাজাকার, আলবদর, আলশামসসহ স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত করেছে এবং অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।’

বীর মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের নাম তালিকায় আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা, কারণ তারা মুক্তিযুদ্ধ করেছেন।

তার অপকর্ম, চেতনাবিরোধী কাজ করেছেন, জাতির পিতাকে হত্যা করেছেন, এজন্য যেটুকু বাতিল করা দরকার সেটুকু করেছি। তবে তার নামের পাশে এসব লেখা থাকবে।’

খন্দকার মোশতাকের নামও মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছে জানিয়ে মোজাম্মেল বলেন, ‘খন্দকার মোশতাক মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গেও জড়িত ছিলেন।

তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেন, আদালতও সেই ক্ষমতা ও কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন। তার নাম (মুক্তিযোদ্ধার তালিকায়) থাকবে সঙ্গে তার কর্মও অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি হিসেবে অভিযুক্ত ছিলেন, চার্জশিট হয়েছে, বিচার হয়নি, মৃত্যুবরণ করেছেন- নামের পাশে এগুলো লেখা থাকবে।’

তিনি বলেন, ‘তার (মোশতাক) খেতাব বাতিল করেছি, খেতাব দেয়া কর্তৃপক্ষের ইচ্ছা, আর এটা (মুক্তিযোদ্ধ) তাদের অর্জন। মুক্তিযোদ্ধা থাকবে, তার যেসব জিনিস বাতিলযোগ্য সেগুলো আমরা বাতিল করেছি।

খেতাব হচ্ছে কর্তৃপক্ষের ইচ্ছা। এটা যে কর্তৃপক্ষ দেয় তারা তা প্রত্যাহার করে নিতে পারে। কিন্তু তিনি যেটা করেছেন সেটাও সত্য, পরেরটাও সত্য।’

Leave A Reply

Your email address will not be published.