সবচেয়ে বেশি বেতনভুক্ত অভিনেতাদের তালিকায় শাহরুখ খান!

0 201
সবচেয়ে বেশি বেতনভুক্ত অভিনেতাদের তালিকায় শাহরুখ!

সবচেয়ে বেশি বেতনভুক্ত অভিনেতাদের তালিকায় বলিউড কিং শাহরুখ খানের নাম। এবার অক্ষয় কুমার ও সালমান খানকে ছাপিয়ে প্রথম স্থান অধিকার করলেন তিনি।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার জানিয়েছে, ‘পাঠান’ ছবিতে ১০০ কোটি ছাড়িয়ে গেছে শাহরুখের বেতন।

গত বছর নভেম্বর মাস থেকে শুটিং শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার। এ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও।

মুম্বাই ছাড়াও শুটিং হবে বিদেশের বিভিন্ন জায়গায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে সালমান খানকে দেখা যাবে অতিথি অভিনেতা হিসেবে।

Leave A Reply

Your email address will not be published.