মহানগর যুবলীগের স্বাধীনতা দিবস পালন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, নেছার আহমেদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, খোকন চন্দ্র তাঁতী, শেখ নাসির আহম্মেদ, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিক, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী, আমানত উল্লাহ ডিউক, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, আলাউদ্দিন আলো, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে নুরুল আবছার, শাহীন সরওয়ার, মঈনুল ইসলাম, শওকত আলী, ফসিউল আলম সমীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাঁদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।