বাঁশখালীতে নুর মুহাম্মদ ফাউন্ডেশনের সুরক্ষা সামগ্রী বিতরণ

0 163

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ রোধে আল্লামা নুর মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক ্যালী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ মিয়াজী বাজার চুনতি বাজার এলাকায় ্যালী শেষে মুখে মাস্কবিহীন চলাচলকারী প্রায় দুই হাজারেরও অধিক জনগণের মাঝে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

সময় উপস্থিত ছিলেন আল্লামা নুর মুহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওসমান গণি, মহাসচিব মাওলানা ফেরদৌস হালিম, যুগ্ম মহাসচিব মাওলানা ত্বকি, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা আজিজ উল্লাহ, হেলাল বিন রফিক, বেলাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মুসা চৌধুরী, ছাত্রনেতা এমদাদ উল্লাহ, মো. এনাম, হাফেজ হোছাইন, হাফেজ রাকিব, শ্রমিক নেতা আনছার উদ্দিন, মো. জাহাঙ্গীর, ব্যবসায়ী মো. কাশেম, জয়নাল সওদাগর বোরহান উদ্দীন প্রমুখ।

মাস্ক সুরক্ষা সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দ্বিতীয় করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। তবে নিয়মিত স্বাস্থ্যসম্মত মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকে।

Leave A Reply

Your email address will not be published.