অধ্যাপক ডা. এম. সুলতান উল আলমের শোকসভা

0 233
অধ্যাপক ডা. এম সুলতান উল আলমের স্মরণে এক শোকসভা

পাবলিক হেলথ ফোরাম চট্টগ্রামের উদ্যোগে সাউদান মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম সুলতান উল আলমের স্মরণে এক শোকসভা ২৬ মার্চ (শুক্রবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এস. এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ডা. আরিফ বাচ্চুর সঞ্চালনায় সভায় মরহুমের কর্ম জীবনের উপর আলোকপাত করেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. স্বপন কুমার চৌধুরী, ডা. সাইদ মাহমুদ ও ডা. দেওয়ান আসাদুল্লাহ। সভায় পাবলিক হেলথ ফোরাম চট্টগ্রাম এর সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় মরহুম অধ্যাপক ডা. এম সুলতান-উল আলম এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও তার আত্মার মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.