ওড়াকান্দি গ্রামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের ওড়াকান্দি গ্রামে পৌছান তিনি।
সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন শেখ রেহানা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর সমাধিতে। বঙ্গবন্ধুর সমাধি সৌধও ঘুরে দেখেন মোদি। এরপর মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত ওড়াকান্দি মন্দিরে পূজা দেন তিনি। বক্তব্য রাখেন, সুধী সমাবেশে।
সাংবাদিকদের জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মানবজাতির মুক্তির জন্য প্রার্থনা করেছেন তিনি।সকাল ১০টা ১০ মিনিটে সাতক্ষীরার শ্যামনগরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। যশোরেশ্বরী দেবী মন্দিরে পূজা-অর্চনার পর, কথা বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে।