দেশে ২৪ ঘন্টায় করোনার সর্বশেষ তথ্য

0 242

দেশে করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে যাচ্ছে। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশে বেড়েছে করোনা সংক্রমণ। একই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

আজ শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। এর মধ্যে পুরুষ ২৪ জন এবং ১৫ জন নারী। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৯ জনে।

আর নতুনভাবে ৩ হাজার ৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন। ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক পাঁচ শতাংশ।

দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯৭১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জনে।

স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া করোনাবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Leave A Reply

Your email address will not be published.