হেফাজতের হরতালে সারা দেশে গাড়ি চলবে

0 289

হেফাজতে ইসলামের ডাকা হরতালে সারা দেশে গাড়ি চলাচল করবে বলে জানায়েছে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদাক।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগামীকাল রোববার (২৮ মার্চ) হেফাজত ইসলামের ডাকা হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস মিনিবাস চলাচল করবে।

আজ শনিবার (২৭ মার্চ) সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ ২৭ মার্চ বায়তুল মোকাররমে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.