কাপুর কন্যা সানায়া আসছে বলিউডে

0 231
কাপুর কন্যা সানায়া আসছে বলিউডে

সানায়া কাপুর আসতে চলেছেন বলিউডে। তিনি বলিউড স্টার সঞ্জয় কাপুর ও মাহির কাপুরের মেয়ে। বলিউডের স্টার কিডদের গড ফাদার খ্যাত করণ জোহরের হাত ধরেই অভিষেক হচ্ছে সানায়ার।

সানায়ার অভিষেক হচ্ছে ধর্মা প্রডাকশনস এর হাত ধরে। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা করণ জোহরের সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন।

মারকাটারি হিট হয়েছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমাটি। জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। যদিও প্রথম সিনেমায় তেমন নজর কাড়তে পারেন নি, কিন্তু ধর্মা প্রোডাকশনসের সিনেমা তার বলিউডে তার জন্য নতুন মাত্রা যোগ করেছে।

এবার দেখা যাক সানায়ার বেলায় ঘটে। তার ক্ষেত্রেও কি করণ জোহরের হাত ধরে আসা সফলতার মুখ দেখাবে তাই এখন দেখার বিষয়।

Leave A Reply

Your email address will not be published.