ফেইথের সেমিনারে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী

0 183

মাইজভান্ডার দরবার শরীফে অন্যতম আধ্যাত্মিক প্রাণ পুরুষ গাউসুল আযম বিল বিরাসত হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.)’র ৮৫তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ২৭ মার্চ (শনিবার) নগরীর বায়েজিদ থানাস্থ অক্সিজেন,

ফয়েজ টাওয়ারে নব গঠিত মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান “ফেইথ”র ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ এবং ফেইথ’র উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা বিষয়ক সেমিনার সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বলেন, মানবকল্যাণে অনন্য অবদান রাখছেন মাইজভান্ডর দরবার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ডা. বিদ্যুত বড়ুয়া উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আহমেদ আবু নাসের চৌধুরী, সহযোগী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল।

বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিষ্টার এস.এম কফিল উদ্দিন। বিশিষ্ট সাংবাদিক সাব এডিটর দৈনিক সমকাল নাসির উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক তরিকুল আলম, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম শফি,

বিশিষ্ট সমাজসেবক ও ৩নং পাঁচলাইশ মহল্লা সর্দার সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম চৌধুরী, প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. সামিয়ুল করিম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী সৈয়দ মো. হাবীব বাবু, মাওলানা শায়েস্তা খান আযহারী, ফজলুল হক ফজু, নুরে মোহাম্মদ, কামাল উদ্দিন আহমদ, জামাল উদ্দীন, মো. ফারুখ, সমীর দাশ, সরোয়ার, মোহাম্মদ ওমর ফারুখ,

মোর্শেদুল করিম চৌধুরী, মামুনুর রশিদ মামুন, এস এম জাবেদ, জাহিদ সরওয়ার, খোরশেদ আলম, মহিউদ্দিন জীবন, ইউছুপ আলী, ডা. বরুণ কুমার আচার্য বলাই, নুর মোহাম্মদ, এনামুল হক তপু, মো. রায়হান, মো. মোর্শেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাশেষে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন মাওলানা শায়েস্তা খান আযহারী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারুক তাহের।

Leave A Reply

Your email address will not be published.