চলছে হরতাল, স্বাভাবিক যান চলাচল রাজধানীতে

0 182

রাজধানীতে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব নেই । স্বাভাবিক রয়েছে যান চলাচল। চলছে গণপরিবহন, সিএনজি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন।

আজ রোববার (২৮ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের ওপর হামলার আশঙ্কায় ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে মোদিবিরোধীদের বিক্ষোভ, সমাবেশ, সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু ও হেফাজতে ইসলাম কর্তৃক হরতালের ঘোষণায় মাঠ পর্যায়ে নিয়োজিত সদস্যদের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

হরতালের সমর্থনে হেফাজতের নেতাকর্মীদের এ এলাকায় দেখা যায়নি। সকাল আটটায় রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী ও শ্যামলীর প্রধান সড়কে দেখা যায় গণপরিবহন, সিএনজি চলাচল করছে।

তবে বেশ কিছু এলাকায় হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ আছে। হেফাজতের নেতাকর্মীদের অবরোধে বন্ধ রাজধানীর মোহাম্মদপুরের সড়কও। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

 

Leave A Reply

Your email address will not be published.