চট্টগ্রামেও নেই হরতালের প্রভাব

0 198
হরতালে নগরীর দেওয়ানহাট এলাকার চিত্র, ছবি- মিজান ফারাবী

সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালে রাজধানী ঢাকার মতো চট্টগ্রামেও নেই হরতালের প্রভাব। নগরীর সব গুরুত্বপূর্ণ মোড়ে স্বাভাবিক রয়েছে যান চলাচল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে মোদিবিরোধীদের বিক্ষোভ, সমাবেশ, সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যুতে হরতালের ঘোষণা করে হেফাজতে ইসলাম।

রোববার (২৮ মার্চ) ভোর থেকেই চট্টগ্রাম নগরীতে গণপরিবহন চলাচল করছে। সকালের দিকে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে তা বেড়ে চলছে।

নগরী জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গুরুত্বপূর্ণ মোড় গুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।

নগরীর লালখান বাজার এলাকায় হরতালের দৃশ্য, ছবি- মিজান ফারাবী

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার এলাকা ঘুরে দেখা গেছে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাড়ছে গাড়ির সংখ্যা। পরিস্থিতি দেখে ব্যবসায়ীরা দোকানপাটও খুলছে।

 

Leave A Reply

Your email address will not be published.