সিলেটে মহাসড়ক অবরোধ হেফাজতের

0 222

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা।

আজ রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন। পর্যাপ্ত পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা গেলেও তারা এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হয়নি।

হেফাজতের নেতাকর্মীরা জানায়, সিলেটসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

সিলেট কেন্দ্রীয় জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে হেফাজতের কর্মীদের মিছিল চলছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

হরতালের ফলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সকল আঞ্চলিক সড়কেও বন্ধ রয়েছে সব ধরণের যান চলাচল ও দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেটে যেতে হচ্ছে যাত্রীদের। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave A Reply

Your email address will not be published.