পল্টনে পাল্টা ধাওয়া ছাত্রলীগ-হেফাজতের

0 229
পল্টনে পাল্টা ধাওয়া ছাত্রলীগ হেফাজতের

রাজধানীর পল্টনে হেফাজতে ইসলাম ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ রোববার (২৮ মার্চ) পল্টনে বেলা ১১ টার দিকে ঘটনা ঘটে।

জানা যায়, গুলিস্তান জিরো পয়েন্টের দক্ষিণ পাশে আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। অন্যদিকে উত্তর পাশে অবস্থান নেয় হেফাজতের সমর্থকরা। তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।

এ সময় পুলিশ এসে রাস্তার অপর পাশে অবস্থান নেয়। একপর্যায়ে হেফাজত সমর্থকেরা ধাওয়া দিলে গুলিস্তান পার্টি অফিসের দিকে চলে যায় আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিয়ে হেফাজত সমর্থকদের পল্টনের দিকে পাঠিয়ে দেয়। পল্টনে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.