এম এ কালামের মৃত্যু

0 175

কুতুবদিয়া নিবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলভী এলাহাদাদের ছোট সন্তান মোহাম্মদ আবুল কালাম (৯৩) গত ১৮ মার্চ মঙ্গলবার ঢাকাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন) তিনি পকিস্তান এয়ার ফোর্সে শিক্ষকতার মধ্যদিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বার্মা সেল,এসসো (Esso), পাকিস্তান ন্যাশনাল অয়েল সর্বশেষ যমুনা অয়েল কোম্পানীর বিভাগীয় ম্যানেজার পদে কর্মজীবন শেষে অবসরে যান। অবসরের পর তিনি রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করেন। চট্টগ্রাম নগরীরতুং ফং রেস্টুরেন্ট তাঁর মালিকানধীন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে বড় সন্তান জুবায়ের কালাম মেঝ মেয়ে ফাহমিদা খান পেশায় চিকিৎসক।

মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকায় এবং দ্বিতীয় নামাজে জানাজা চট্টগ্রামের গহিরারাউজানে গত ১৯ মার্চ বাদ জুমা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.