চট্টগ্রামে হেফাজতের সড়ক অবরোধ, বন্ধ গাড়ি চলাচল

0 198
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে । বর্তমানে মহাসড়কটিতে গাড়ি চলাচল বন্ধ আছে।

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও  ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে পটিয়া উপজেলার খরনা এলাকায় সড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা।

চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান জানান, সকাল ১০টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গাড়ি চলাচল বন্ধ আছে ।

হেফাজতের নেতাকর্মীদের অনেকের হাতে লাঠি রয়েছে। তারা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া পটিয়া ডাকবাংলোর সামনেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে হেফাজত নেতাকর্মীরা।

হেফাজত নেতা বলেন, শান্তিপূর্ণভাবে সারাদেশে হরতাল চলছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম রাঙামাটি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.