আনোয়ারায় অনুকুল ঠাকুর স্মরণে চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ

0 189
আনোয়ারা বারশত কালী মন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র আবির্ভাব স্মরণ মহোৎসবে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হচ্ছে

শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষে স্মৃতি ডেন্টাল কেয়ারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ আনোয়ারা বারশত কালী মন্দির প্রাঙ্গণে গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। এই সময় এলাকার ২০০ শত জন হতদরিদ্র রোগীদের মেডিকেল চেকআপ ও দন্ত চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন ও বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

রতন ধরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহোৎসব কমিটি সাধারণ সম্পাদক সজীব ধর, অর্থ সম্পাদক সুমন চৌধুরী, স্মৃতি ডেন্টাল কেয়ারের সত্ত্বধীকারী ডা. রাজেশ্বর ধর বাসু, ডা. মিলন ধর, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সভাপতি ডা. শ্যামল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক ডা. বেলাল হোসেন উদয়ন, সাংগঠনিক সম্পাদক ডা. কানু দাশ, মহিলা সম্পাদক ডা. জয়া ভট্টাচার্য, প্রচার সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমূখ।

 

 

Leave A Reply

Your email address will not be published.