হরতালেও চলছে গাড়ি, দেশের কোথাও কোথাও সড়ক অবরোধ
রাজধানীসহ সারাদেশে চলছে হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের প্রভাব নেই কোথাও, স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে বেশিরভাগ এলাকায় যানবাহন স্বাভাবিক থাকলেও রাস্তায় ব্যক্তিগত ও গণপরিবহণ সংখ্যা তুলনামূলক কম।
আজ রোববার (২৮ মার্চ) রাজধানীসহ দেশের সব জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাটও।তবে, দেশের কোথাও কোথাও সড়ক অবরোধ হেফাজত নেতাকর্মীরা।
এদিকে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ জায়গা ও মোড়ে মোড়ে নাশকতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারীতে এবং ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হওয়ার ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজত ইসলাম। এ হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামী দল।
হরতালের সমর্থনে হেফাজত নেতা কর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করার চেষ্টা করলে তা প্রতিহত করে ছাত্রলীগ নেতা কর্মীরা। ঢাকার পল্টনে, মোহাম্মদপুরে, সিলেটের কেন্দ্রীয় কারাগারের সামনে, ব্রাহ্মণবাড়িয়ায় ও চট্টগ্রামের হাটহাজারী, পটিয়ায় হেফাজত নেতা কর্মীরা সড়ক অবরোধ করে রাখে।