বাঁশখালীতে বৈদ্যুতিক খুঁটির সাথে মিনিট্রাকের ধাক্কা: নিহত ১
বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী উপজেলার পৌরসদরস্থ দক্ষিণ জলদী এলাকার মহাজন ঘাটা নামক স্থানে প্রধান সড়কে একটি মাছবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (২৭ মার্চ) রাত ১২ টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় মৃদুল জলদাস (৪০) নামে গুরুতর আহত ১ জনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা কুতুবদিয়া হতে মাছ নিয়ে মগনামা ঘাট হতে একটি মিনিট্রাক (চট্টমেট্টো-ন-১১-৭২৮৮) চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে শনিবার রাত ১২ টার দিকে বাঁশখালীর দক্ষিণ জলদী এলাকার মহাজন ঘাটা নামক স্থানে পৌঁছলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ট্রাকটিতে থাকা মাছ ব্যবসায়ী মৃদুল জলদাস মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থল হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় নিহত মৃদুল জলদাস কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পূর্ব আলী আকবর ডেইল এলাকার রাজেন্দ্র জলদাস ও বুলু বালা জলদাসের পুত্র।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা পতিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে।’