বীর মুক্তিযোদ্ধারা বাঙালী জাতির গর্ব ও অহংকার: এমএ মোতালেব সিআইপি

0 173

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি বলেন, বীর মুক্তিযোদ্ধা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান। ২৬ মার্চ সূচনালগ্নে পাক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন না করলে আজ আমরা কোনোভাবে নিজেদের স্বাধীন জাতি হিসেবে মাথা উচুঁ করে পরিচয় দিতে পারতাম না। ভবিষ্যত প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইতিহাস বিকৃতিকারীদের রুখে দাঁড়াতে হবে। ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর  পরে আমাদের এই বাংলাদেশকে অর্জন করতে সক্ষম হয়েছি তাই তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যত প্রকার সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন তা দিয়ে যাচ্ছেন।

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় গত ২৬ মার্চ প্রধান অতিথির বক্তব্য এমএ মোতালেব সিআইপি এই কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, সহকারী কমিশনার আল বশিরুল ইসলাম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ইউসুফ বাঙ্গালী, এনামুল হক, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি মাহমুদুন নবী খোকন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার, আশিষ বরণ দেব প্রমুখ। এদিন সাতকানিয়া উপজেলা প্রশাসনের দিনব্যপী কর্মসূচীর মধ্যে ছিল একত্রিশ তোপধ্বনী, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া মাহফিল ।

Leave A Reply

Your email address will not be published.