সাধারণ ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা নেই: প্রতিমন্ত্রী

0 178
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

করোনা পরিস্থিতির সংক্রমণের মধ্যে সরকারের পক্ষ থেকে ১৮টি জরুরী নির্দেশনা জারি করা হলেও সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই। এমনটা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

সোমবার (২৯ মার্চ) প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগেই প্রধানমন্ত্রীর কার্যালয় করোনা সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ছুটির কোনো সিদ্ধান্ত নেই, সাধারণ ছুটি দেয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।

Leave A Reply

Your email address will not be published.