চট্টগ্রাম সিভিল সার্জন করোনায় আক্রান্ত
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি। পরে নতুন পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত সোমবার (২৯ মার্চ) ফোজদারহাটস্থ বিআইটিডি হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় এ স্বাস্থ্য কর্মকর্তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
সুজন বড়ুয়া বলেন, বর্তমানে বাসায় আছেন তিনি। শারীরিকভাবেও সুস্থ আছেন। খুব জরুরি ছাড়া উনার সাথে কেউ মুঠোফোনে যোগাযোগ না করারও অনুরোধ জানান তিনি। সকলের নিকট দোয়ার আবেদন জানিয়েছে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।