কোয়ারেন্টিনে থাকতে হবে ইউরোপ থেকে আসা যাত্রীদের

0 227
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর,ঢাকা

ইউরোপ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হচ্ছে। অন্য দেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।

সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, সোমবার (২৯ মার্চ) দিনগত রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে । এবং যাত্রীদের নিজ খরচে হোটেলে থাকতে হবে।

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারো ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের বিমানবন্দর ও এয়ারলাইন্সসহ সংশ্লিষ্টদের জন্য নতুন নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে ।

বেবিচকের চেয়ারম্যান জানান, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশ থেকে যারা আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হবে। এছাড়া সম্প্রতি ওয়াইড বডি উড়োজাহাজে ৩০০ যাত্রী নেয়ার অনুমতি দেয়া হলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবার পূবের্র মতো ২৬০ জন যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.