হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ’র পুস্পস্তবক অর্পণ

0 170
হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ’র উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করছেন নেতৃবৃন্দ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ’র উদ্যোগে ২৬ মার্চ সকালে বন্দরনগরী চট্টগ্রামে চেরাগী পাহাড়ের মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি যদু সিংহ, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া শাহ, অধ্যক্ষ আবদুল মালেক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ ইমরান মিয়া চৌধুরী, ইমাম গাজ্জালী কলেজের প্রাক্তন ছাত্রনেতা ফিরোজ আহমদ, শাহ নুরুল আলম, যুবনেতা মাধব ধর, মোহাম্মদ আলী, ধ্বনি আচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.